প্র্যাকটিক্যাল SEO - Part – 01



         Learn SEO (Search Engine Optimization)


SEO সম্পর্কিত অনেক টিউটোরিয়ালই আছে, কিন্তু সেগুলোর অধিকাংশ ইংরেজীতে হওয়ায় অনেকেরই ঠিকমতো বুঝতে অনেক সমস্যা হয়। বাংলাতে seo বিষয়ে যে পোস্টগুলো আছে, তার প্রায়ই সবই শুধুই আলোচনা আর আলোচনা, প্র্যাকটিক্যাল কিছুই নাই। তাই আমি চেষ্টা করব আপনাদের প্র্যাকটিক্যালি ভাবে বোঝোনোর জন্য এবং SEO সম্পর্কে ধারনা দেয়ার ।

SEO কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:

• Off Page SEO এবং
• On Page SEO

আমরা এক এক করে সবগুলো বিষয় নিয়েই আলোচনা করব। সর্ব প্রথম আলোচনা করব Off Page SEO নিয়ে । কারন শুধু Off Page SEO এর উপরই ওডেস্কে অনেক কাজ পাওয়া যায় এবং Off Page SEO এর কাজ শিখেই অনেকে আর্ন করে।
এখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাতে চেষ্টা করছি এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি।
Off Page SEO এর কাজ অনেক সহজ এবং আপনি যদি শিখতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকুন। একটার পর একটা টিউটোরিয়াল আমরা প্রকাশ করব। হতাশ হবেন না, কারন আমরা Off Page SEO এর কাজ এর পরে On Page SEO নিয়ে আলোচনা করব।

 আজকে আপনাদের শেখাব অফপেজের সবথেকে সহজ একটি কাজ দিয়ে…….

আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।

নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।

ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/x8WAbsWICFLc

ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/i6ult5iirth4fyd/SEO_Directory%20Submission.rar

                                  


SEO Tutorial >> Part 01 > Part 02 > Part 03 > Part 04 > Part 05 > Part 06 > Part 07 > Part 08 > Part 09





0 comments:

Post a Comment