আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
বর্তমান সময়ের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জগতে সবচেয়ে বেশি যে আলচিত বিষয় সেটি হল গুগল এর সাম্প্রতিক আপডেট গুগল হামিং বার্ড। এর আগেও গুগল এর চমকপ্রদ দুটি আপডেট আমরা পেয়েছি আর সেগুলো হচ্ছে গুগল পাণ্ডা এবং পেঙ্গুইন। তো গুগল হামিং বার্ড নিয়ে অনেকেই সমস্যায় আছেন এবং অনেকের কাছেই গুগল এর এই আপডেট গুলো ক্লিয়ার নয়। ঠিক এমনটি বিবেচনা করেই আপনাদের জন্য তৈরি করা হয়েছে গুগল এর ধারাবাহিক এই অ্যালগরিদম আপডেট নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল যাতে থাকছে,
- . গুগল পাণ্ডা, পেঙ্গুইন এবং হামিং বার্ড কি?
- . কিভাবে কাজ করে?
- . কেন এগুলো আনা হয়েছে?
- . কোন বিষয় এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ
- . কি কি টেকনিক অবলম্বন করে এই আপডেটগুলো কাজ করে
- . কিছু ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক, যা থেকে দূরে থাকতে হবে
- . এসইও সম্পর্কিত আরও অনেক কিছু
ভিডিও লাইভ দেখুন এখানেঃ-
ভিডিওটির ইউটিউব লিঙ্ক- http://www.youtube.com/watch?v=RrPaI3I0yuI
ভিডিওটি ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে।
ভিডিওতে যে লিখা গুলো দেখানো হয়েছে সেটি পিডিএফ আকারে ডাউনলোড করুন এখানে ক্লিক করে।
0 comments:
Post a Comment