প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

ফ্রিল্যান্স রাইটারদের জন্য সেরা ব্লগগুলো

ফ্রিল্যান্সিং এখন কতটা জনপ্রিয় সেটি বলার অপেক্ষা রাখে না। আর এই পেশায় জড়িতদের বিশ্বের বাঘা বাঘা ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতায় কাজ করে যেতে হয়। একারণে ফ্রিল্যান্সারদের সংশ্লিষ্ঠ কাজে সবসময়ই দক্ষতা উন্নয়নে সচেষ্ঠ থাকতে হয়। এজন্য দক্ষ ফ্রিল্যান্সারদের পরামর্শ, আইডিয়া প্রয়োজন পড়ে।

যারা ফ্রিল্যান্স ব্লগার বা আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছেন তাদেরও এ বিষয়ে নানা তথ্যের প্রয়োজন হয়। আর তথ্য পাওয়ার জন্য রয়েছে অনেক ওয়েবসাইট। এখানে ব্লগার ও ফ্রিল্যান্স রাইটারদের জন্য সেরা ২০ ব্লগ সম্পর্কে জানানো হলো। এই পেশায় জড়িত থাকলে প্রতিদিনই ব্লগগুলোতে ঢু মারতে পারেন।

১. প্রোব্লগার (http://problogger.com/)

প্রোব্লগার ব্লগিং জগতে একটি পরিচিত নাম। ড্যারেন রাউস নামের একজন এটি পরিচালনা করেন। ব্লগের মাধ্যেম কিভাবে আয় করা যায়, লেখালেখির কৌশল ইত্যাদি নানা বিষয় তুলে ধরেন তিনি।

২. কপিব্লগার (http://copyblogger.com/)

ব্লগিং কিংবা আর্টিকেল রাইটার কপিব্লগের নাম শোনের নাই এমনটি শোনালে বিষ্ময় মনে হতে পারে। ব্রিয়ান ক্লার্ক নামে একজন এটি পরিচালনা করেন। আপনি যদি একজন ভালো রাইটার হতে চান তাহলে তার কোনো পোস্টই পড়া বাদ দেওয়া ঠিক হবে না।

৩. ফ্রিল্যান্স ফোল্ডার (http://freelancefolder.com/)

ফ্রিল্যান্স রাইটারদের জন্য উৎসাহমূলক একটি ওয়েবসাইট এটি। ফ্রিল্যান্সিং জগতের নানা কৌশল, দক্ষতা উন্নয়ন বিষয়ক লেখা এখানে নিয়মিত প্রকাশ হয়। তাই ব্লগটি ফ্রিল্যান্সারদের অবশ্যই নিয়মিত দেখা উচিত।

৪. জেন হ্যাবিটস (http://zenhabits.net) ও রাইট টু জোন (http://writetodone.com)

লিও বাবাউটা নামে একজন দক্ষ রাইটার ও ব্লগার এই ব্লগ দুটি পরিচালনা করেন। বিভিন্ন স্টাইলে লেখার বিষয়ে তিনি ফ্রিল্যান্সারদের নানা পরামর্শমূলক লেখা লিখে থাকেন।

৫. ফ্রিল্যান্স সুইচ (http://freelanceswitch.com/)

স্কেলি নামের একজন ব্লগার এটি পরিচালনা করেন। এছাড়া অনেক দক্ষ ফ্রিল্যান্সাররা এই সাইটে লিখে থাকেন। ফ্রিল্যান্সার এবং ইন্টারনেট ব্যবহারকারীদের নানা পরামর্শও থাকে। এখানকার প্রতিটি লেখা ফ্রিল্যান্সারদের কাজে আসবে।

আরও কিছু ব্লগ

৬. ডাম্ব লিটল ম্যান (http://dumblittleman.com/)

৭. দশদশ (http://doshdosh.com/)

৮. সেথ গোডিন (http://www.sethgodin.com/sg/)

৯. ৪৩ ফোল্ডারস (http://www.43folders.com/)

১০. মেন উইথ পেনস (http://menwithpens.ca/)

১১. পারসোনাফাইড (http://www.pearsonified.com/)

১২. ডেইল ব্লগ টিপস (http://dailyblogtips.com/)

১৩. লাইফ হ্যাকার (http://lifehacker.com/)

১৪. এন্টারপ্রেওনার জার্নি (http://www.entrepreneurs-journey.com/)

১৫. ক্রিস গ্যারেট (http://www.chrisg.com/)

১৬. দ্য সিম্পল ডলার (http://thesimpledollar.com/)

১৭. স্টিভ প্যাভলিনা (http://www.stevepavlina.com/)

১৮. লাইফ হ্যাক (http://lifehack.org/)

১৯. ক্রিস ব্রোগান (http://www.chrisbrogan.com/)

২০. শাউটমিলাউড (http://shoutmeloud.com)

যে কোন সিম দিয়ে ফ্রী ইন্টারনেট চালু করুন এখনি।



             বাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের কাছে নিয়ে আসলাম ফ্রী নেট। ফ্রী ইন্টারনেট এর জন্য তো অনেক টিপস দেখলেন। কিছু টিপস কাজে লাগে এবার কিছু টিপস কাজে লাগে না। কিন্তু এবার কাজে লাগবেই। আমি যে টিপসটা আপনাদের দিবো এর দিয়ে আপনারা খুব সহজে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন যে, কোন সিম থেকে তবে এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসারন করতে হবে। এই টিপস দিয়ে সুদু আপনি বাংলাদেশ না বিশ্বের যে কোন দেশ থেকে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। অনেক বকবক করলেন, কিছু করার নাই। কোন কিছু বাবহারের আগে কিছু বিস্তারিত জানা দরকার। চালুন কাজের কথা বলি।

আপনাদের যা যা লাগবে :
  1. একটা পিসি।
  2. একটা সফটওয়্যার।
  3. একটা সিম।
  4. আপনার সিম অপেরেটর DNS।
আমি আপনাদের একটা সফটওয়্যার দিবো এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন সিম ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন। প্রথমে সফটওয়ার টি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুনঃ এখান থেকে

সফটওয়্যার টি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলেন। তারপর নিচের পিকচার এর মত আসলে Configure এ ক্লিক করুন।



আমি আপনাদের সুদু GP সিম এর বলব বাকি সিম এর Configure আপনারা নিজে নিজে করে নিবেন। এখন Address box এ ms10.your-freedom.de;119.30.37.10 দেন। আমি এবার বলছি এটা সুদু gp জন্য। অন্য সিম এ ms10.your-freedom.de;(এখনে আপনার DNS) ব্যাবহার করতে হবে। GP DSN 119.30.37.10 ব্যাবহার করা হয়েছে। Connection Mode DNS দিন। নিচের পিকচার এর মত Avoid Using DNS and DNS Mode: No Direct Conn..এ টিক দিন।



এখন উপরে Account Information ক্লিক করেন, তারপর Username : sarkarzone Password : sarkarzone.com দিন। কাজ শেষ হলে Save and Exit ক্লিক করুন।  আপনি আপনার নামেও অ্যাকাউন্ট করতে পারবেন।





এখন নিচের মত পিকচার আসলে Ports এ ক্লিক করুন। তারপর  Web Proxy box এ টিক দিন। এখন আপনার কাজ শেষ।



Status মেনু তে যান এবং Start Connection এ ক্লিক করুন। বুজতে সমস্যা হলে এই সাইট এ দেখতে পারেন। এখনে ইংলিশ দিয়ে আসে।
Connection করার আগে আপনাকে সিম এ যে কোন package চালু করতে হবে।

 
 
 
 
 

ওয়েব সাইট তৈরী করার অতি প্রয়োজনীয় ৩০ টি টুলস



                নিচে আলোচিত ৩০টি প্রয়োজনীয় টুলস দ্বারা আপনি জানতে পারবেন কিভাবে ওয়েব পেজ তৈরী করতে হয়, এর জন্য কি কি টুলস লাগবে, কোথায় সেগুলো পাবেন,কিভাবে আপলোড করতে হয়,ম্যানেজ করার টুলস,জনপ্রিয়তার মাপকাঠি এবং সার্চ ইন্জিনে কিভাবে নিবন্ধন করতে হয় ইত্যাদি।যারা ওয়েব পেজ নিয়ে কাজ করতে চান তাদের এটি কাজে আসবে আশা করি।

ওয়েব পেজ তৈরী করার টুলস

ড্রিমওয়িভার-ওয়েব সাইট প্যাকেজ তৈরী করার জন্য খুবই জনপ্রিয় ।
হটস্ক্রিপ্ট আপনার সাইটকে আকর্ষনীয় করার জন্য উম্মক্ত স্ক্রিপ্ট। (মুক্ত)
এইচটিএমএল কীট -ওয়েব পেজ কোডিং করার টুলস।
অটোরিপ্লেস-একাধিক ওয়েব পেজের টেক্সসমুহ সহজেই বদল করার জন্য। (মুক্ত)
ন্যামো ওয়েব এডিটর- ওয়েব সাইট তৈরী করার টুলস।
নোটপ্যাড++- নোটপ্যাড থেকে অধিকতর উন্নত সংস্করন। (মুক্ত)
সেরিফ ওয়েবপ্লাস-ওয়েব পেজ তৈরী করার সফটওয়্যার।

চিত্রলেখ (গ্রাফিকস) ডিজাইন টুলস

অ্যাডোবে ফটোশপ-জনপ্রিয় ইমেজ এডিটিং সফটওয়্যার।
কুলটেক্স-অনলাইন লোগো গ্রাফিকস তৈরী করার জন্য। (মুক্ত)
ইরফানভিউ- ইমেজ এডিটিং সফটওয়্যার। (মুক্ত)
পিক্সি-যেকোন রংয়ের এইচটিএমএল মান জানার জন্য।(মুক্ত)
সেরিফ ড্রপ্লাস-গ্রাফিকস এডিটিং সফটওয়্যার।

ওয়েব সাইট ব্যবস্হাপনা টুলস

কনট্রিবিউট-সহজেই সাইট এবং ব্লগ হালনাগাদ করার জন্য।
কফিকাপফ্রিএফটিপি-ওয়েব সাইট আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
ইমেল চেক-স্প্যামাররা আপনার ওয়েব সাইট ইমেল এড্রেস দেখতে পায কি না তা যাচাই করা (মুক্ত)
ফায়ারফক্স ওয়েব ডেভেলপার এক্টেনশন-ওয়েব সাইট প্রকাশনা বা তৈরী (মুক্ত)
ফাইলজিলা-ওয়েব সাইট ফাইলস আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
লিংক পপুলারিটি-আপনার ওয়েব সাইট সার্চ ইন্জিনের নিকট কতটা জনপ্রিয় তা যাচাই করার জন্য।(মুক্ত)
অ্যালেক্সা টুলবার-অ্যালেক্সা সাইট তথ্যের জন্য(মুক্ত)
লিংক্স ব্রাউজার-টেক্স ব্রাউজারে আপনার কেমন দেখাবে তা যাচাই করে দেখা(মুক্ত)
ডব্লিউথ্রিসি ভ্যালিদেটর-আপনার পেজের কোডিংয়ের মান যাচাই করা(মুক্ত)

ফ্লাশ এনিমেশন

ফ্লাশ প্রো(প্রিমিয়ার ফ্লাশ তৈরী করার সফটওয়্যার
সুইস ম্যাক্স-ফ্লাশ ফাইল তৈরী করার টুলস।
এফোরডেক্স-কাঠামো(টেম্পলেট) ব্যবহার করে সহজেই ফ্লাশ সাইট তৈরী করা।
ডিভআইও-ডিজিটাল ক্যামেরা থেকে ভিডিও এভিআই তে নেওয়া।(মুক্ত)
কুলমুভস-সহজেই ফ্লাশ এনিমেশন তৈরী করা।
টারবাইন এনকোডার- সচল চিত্র(ভিডিও) কে স্টিমিং ফ্লাশে পরিবর্তন করা (মুক্ত)

অন্যান্য বিষয়

এমএসএন সাইটসার্চ-আপনার সাইটে সার্চ সবিধা যোগ করতে।(মুক্ত)
পিএইচপিবিবি-পিএইচপি-ভিত্তিক ফোরাম তৈরী করার জন্য।(মুক্ত)
এক্সপিএফ মিউজিক প্লেয়ার-সাইটে এমপিফ্রি ফাইল চালানো।(মুক্ত)