Microsoft office word Part-10 (Table:Part-2:আরেকভাবে কিভাবে Table বানানো যায়, কিভাবে নতুন Row, Column Table এ অ্যাড করা যায়।)


আজকে আমরা দেখব কিভাবে আরেকভাবে Table বানানো যায়।আর কিভাবে একটা Table এ নতুন Column, Row Add করা যায়।আশা করি সাথে থাকবেন।

***প্রথমে MS Word খুলুন।




***তারপর মেনু থেকে Table > Insert > Table….. এ ক্লিক করুন।




***দেখুন একটি Dial up বক্স এসেছে।




***Columns এর ঘরে 7 আর Rows এর ঘরে 4 লিখুন।তারপর Ok ক্লিক করুন।




***দেখুন Table হয়ে গেছে।




*******এবার দেখব কিভাবে নতুন Column আর Row Add করা যায়।

***MS Word ওপেন করুন।




***তারপর উপরের নিয়মে একটি Table বানান।




***এবার Table এর কোনায় মাউস এর কারসর রেখে Drag করে Table টি বড় করুন।




***এবার Table এ কিছু লিখুন।




***যদি আপনি Row বাড়াতে চান‌‌ তাহলে যেখানে Row বাড়াতে চান ঠিক তার বাহিরে বামে একবার মাউস ক্লিক করুন।




***এবার Table > Insert > Rows Above এ ক্লিক করুন।




***দেখুন একটি নতুন ow হয়ে গেছে।
 



***নতুন Column অ্যাড করার জন্য যেখানে Column অ্যাড করতে চান ঠিক তার উপরে Table এর বাহিরে ক্লিক করুন।




***তারপর Table > Insert > Columns to the left এ ক্লিক করুন।




***দেখুন নতুন একটি Column অ্যাড হয়ে গেছে।




                                                এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

0 comments:

Post a Comment