Microsoft office word part-9 (Table:Part-1: কিভাবে Table বানানো যায়,Table বড় করা যায়, Table Move করা যায়।)


আজকে আমি আলোচোনা করব কিভাবে Table বানানো যায়,Table বড় করা যায়, Table Move করা যায়।
***প্রথমে MS Word ওপেন করুন।




***তারপর টুলবার এর Insert Table আইকন এ ক্লিক করুন।
 



***মাউস এর কারসরটি নিচের দিকে তিন ঘর নেমে ডানদিকে ৫ ঘর যেয়ে ৫ নাম্বার ঘরে মাউস ক্লিক করতে হবে।




***দেখুন একটা Table হয়ে গেছে।




***মাউস এর কারসরটি যখন Table এর কোনায় নিবেন, দেখবেন মাউস এর কারসরটি নিচের মত হয়ে গেছে।




***এবার মাউস এর Left Button ক্লিক করে ধরে রেখে নিচের দিকে নামান, মানে Drag করে নিচের দিকে নামান।




***দেখুন Table টি বড় হয়ে গেছে।




***Table এর উপরের বামে কোনায় মাউস এর কারসরটি নিয়ে মাউস এর Left Side ক্লিক করে ধরে রেখে মাউস টি নাড়ান, দেখবেন Table টি Move করছে।

                                 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।


0 comments:

Post a Comment