প্র্যাকটিক্যাল SEO - Part-06


 Learn to SEO (Search Engine Optimization)


     আজকের বিষয়- Link Wheel

Link Wheel হলো অনেকটা চক্রের মতো.........বা অনেকটা চাকার মতো....... আমরা গত ক্লাশে আলোচনা করেছি ওয়েব ২.০ নিয়ে। মোট তিনটি সাইট আমরা তখন করেছিলাম। সেই তিনটি সাইট দিয়েই আপনাদের আজকে বোঝাবো কিভাবে লিংক হুইল করে। লিংক হুইল একটি জনপ্রিয় এবং এর দ্বারা যদিও আপনি আপনার শুধু লিংক হুইল করলেই বৃদ্ধি হবে না, কিন্তু লিংক হুইল দ্বারা প্রচুর সংখ্যক ভিজিটর আনা যায় পেজে। তাই লিংক হুইল এর জনপ্রিয়তা। আমি বাংলায় অনেক সাইটে লিংক হুইল নিয়ে সার্চ দিয়ে দেখলাম, লিংক হুইল নিয়ে খুব কম মানুষেই আলোচনা করেছে দেখলাম।
যাই হোক কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।

আরেকটি কথা, লিংক হুইল করার জন্য কতটি সাইট লাগে?? অনেকে 5টি সাইট নিয়ে লিংক হুইল করে, কেউ 10টি, 15টি++ ইত্যাদি। আমি যেহেতু জাষ্ট আপনাদের শেখাব তাই আমি তিনটি সাইটে দেখাচ্ছি। আশাকরি আপনারা বুঝতে পারলে 10টি কেন, 100টি সাইটেও লিংক হুইল করতে পারবেন।
তো.....যাত্রা হোক শুরু............

আপনাদের শেখার জন্য পিডিএফ আকারে প্রতিটি ক্লাশ দেয়া হবে, যেখানে চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে কিভাবে কাজটি করতে হবে। আশাকরি সহজেই বুঝতে পারবেন।

নিচের লিংকগুলো থেকে আজকের ক্লাশের বইগুলো ডাউনলোড করে নিন। আমি দুইটি লিংকে এগুলো শেয়ার করেছি, যার যেটা সুবিধা সেটাতেই ট্রাই করেন।

ডাউনলোড কপি.কম লিংকঃ https://copy.com/UnHa4TO3pGTi

ডাউনলোড ড্রপবক্স.কম লিংকঃ https://www.dropbox.com/s/ayg641xtemj8uyn/Link%20Wheel.pdf


 SEO Tutorial >> Part 01 > Part 02 > Part 03 > Part 04 > Part 05 > Part 06 > Part 07 > Part 08 > Part 09





0 comments:

Post a Comment