আজকে আমি আলোচোনা করব কিভাবে Image এর উপর লেখা যায়।আগের দিন একভাবে দেখিয়েছি, আজকে আরেকভাবে দেখাব।
***প্রথমে MS Word খুলুন।

***তারপর Insert > Text Box এ ক্লিক করুন।

***এরপর মাউস এর কার্সর টি Drag করে একটি বক্স আকুন।

***এরপর Fill Colour Box এর নিচের দিকে Arrow তে ক্লিক করে Fill Effects এ ক্লিক করুন।

***তারপর Picture এ ক্লিক করে Select Picture এ ক্লিক করুন।

***এবার যেকোন Image এ ক্লিক করে Insert এ ক্লিক করুন।

***তারপর Ok ক্লিক করুন।

***এবার Line Colour Box এর নিচের দিকে Arrow তে ক্লিক করে No Line এ ক্লিক করুন।

***এবার ছবির মধ্যে যেকোন কিছু লিখুন।

***এবার মাউস এর কার্সরটি Image এর বাহিরে যেকোন জায়গায় ক্লিক করুন।

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
0 comments:
Post a Comment