Microsoft office word part-6 ( Image এর উপরে লেখা)


Image এর উপরে Text লেখা যায়।

Image এর উপরে ২ভাবে লেখা যায়।আজকে আপনাদের একভাবে দেখাচ্ছি।এর পরে
 আরেকভাবে দেখাব।


***প্রথমে MS Word খুলুন।




***তারপর Insert > Picture > From File এ ক্লিক করুন।




***এরপর যেকোন Image সিলেক্ট করে Insert এ ক্লিক করুন।




***দেখুন Image টি চলে এসেছে।




***তারপর Insert > Text Box এ ক্লিক করুন।




***এবার Mouse এর Left Side টিপ দিয়ে ধরে রেখে Mouse টি নাড়ান, মানে মাউস এর Cursor টি Drag করে একটি বক্স আকুন।




***এরপর বক্স এ কিছু লিখুন।




***এবার Format এ গিয়ে Text  Box এ ক্লিক করুন।




***তারপর Colour Box এ নিচের দিকে Arrow তে ক্লিক করে No Fill এ ক্লিক করুন।




***এবার Line এর Colour বক্স এ নিচের দিকে Arrow তে ক্লিক করে No Line এ ক্লিক করুন।এবার Ok ক্লিক করুন।




***এবার Text বক্স টি Drag করে Image এ রাখুন।




***দেখুন Image এর উপরে লেখা দেখা যাচ্ছে।




                                             এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

0 comments:

Post a Comment