Microsoft office word part-5 (Math এর mathematical term )


আজকের টিউন এ আমরা শিখব কিভাবে x2,  X2 এসব লিখা যায়।

মানে Chemistry পরীক্ষায় H2, H2o এসব, আর Math পরিক্ষায় X2 +Y2= 1 এসব কিভাবে লিখব।

***প্রথমে MS Word ওপেন করুন। তারপর, লিখুন H2.




***এবার 2 কে সিলেক্ট করুন।




****এরপর Format > Font  এ ক্লিক করুন।




***তারপর Effect অপশন এ গিয়ে Superscript এ সিলেক্ট করে Ok ক্লিক করুন।




***দেখুন H2 হয়ে গেছে। এছাড়া 2 সিলেক্ট করে Ctrl, Shift, আর = একসাথে ক্লিক করলেও হবে।




***এবার একই উপায়ে H2 এর 2 সিলেক্ট করে Format > Font এ ক্লিক করুন।তারপর Subscript সিলেক্ট করে Ok ক্লিক করুন।




***দেখুন H2 হয়ে গেছে।এছাড়া 2 সিলেক্ট করে Ctrl আর = একসাথেও চাপ দিলে হবে।




                                           এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

0 comments:

Post a Comment