UPS না থাকলে ও হারিয়ে যাবে না কোন মূল্যবান ফাইল

 

আমদের মধ্যে অনেকেই হয়ত U.P.S ব্যবহার করি না ।অনেক সময় আমরা হয়ত মুল্যবান কোন ফাইল নিয়ে কাজ করি M.S.Word / M.S.Excel / Powerpoint এ । এ কারনে বিদ্যুৎ চলে গেলে আমরা যদি ফাইল টিকে Save না করি তাহলে হয়তো পুরো ফাইল টিকে হারাব । কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের Windows Operating System এর মধ্যেই আছে Hibernet সিস্টেম যার সাহায্যে বিদ্যুৎ চলে গেলে ও আমাদের সকল ফাইল গুলোকে ফিরে পাব ঠিক সে অবস্থায় যে অবস্থা বিদ্যুৎ চলে যাওয়ার সময় ছিল ।
আসুন কিভাবে এই Option টিকে Enable করতে হবে যেনে নেই ।


১. প্রথমে Start Menu তে গিয়ে All programs > Control panel এ যেতে হবে ।
২. তারপর Power Options এ Click করতে হবে ।

৩. এরপর Power Options Properties থেকে Hibernet এ Click করতে হবে ।
৪. এরপর Enable Hibernation এ Click করে Apply চেপে Ok দিন ।
ব্যস কাজ শেষ । এভাবে রক্ষা করুন আপনার গুরুত্তপূরন সকল তথ্য




0 comments:

Post a Comment