আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এ Clip Art এবং Image অ্যাড করা যায়।
***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।

***এবার যেকোন বিষয়ে কিছু লিখুন।

***এবার Insert > Picture > Clip Art…. এ ক্লিক করুন।

***এবার পেজ এর ডানে Go লেখায় ক্লিক করুন।

***এবার যেকোন একটি Clip Art এ ক্লিক করুন।

***দেখুন একটি Clip Art অ্যাড হয়ে গেছে

***আপনার ডেক্সটপ থেকে কোন ইমেজ অ্যাড করতে চাইলে Insert > Picture > From File…. এ ক্লিক করুন।

***এবার ডেক্সটপ থেকে যেকোন ইমেজ সিলেক্ট করে Insert এ ক্লিক করুন।দেখবেন আপনার ইমেজটি চলে এসেছে।

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
0 comments:
Post a Comment