Microsoft Access - Part-2 ( Chart এ ডাটা অ্যাড করা )



***প্রথমে Microsoft Access ওপেন করুন।




***তারপর File > Open এ ক্লিক করুন।




***তারপর আগের  বানানো ফাইল  এ একবার ক্লিক করে Open এ ক্লিক করুন।




***এবার একটি Security Warning বক্স আসবে তাতে Open  এ ক্লিক করুন।




***তারপর Techtunes1  লেখা আইকন এ Double Click করে ওপেন করুন।




***এবার দেখবেন একটি Table  আসবে। তাতে প্রয়োজনীয় ডাটা পূর্ণ করুন।
এখানে আমি প্রথমে Serial এর ঘরে 01  লিখেছি, তারপর Name এর ঘরে প্রবাসী,তারপর Position  এর ঘরে 05 , Quality  তে  Excellent , তারপর Favourite  এর ঘরে Software লিখেছি।
একইভাবে, পরের কলাম এ  02 , জাকির , 06 , Excellent , Soft &  Tutorial  লিখুন।
এরপরের কলাম এ 03 , হাসান জোবায়ের , 13 , Excellent , Soft & Tricks লিখুন।
এবার লিখুন, 04 , মাইক্রোহ্যাকার আলমাস , 14 , Excellent , Haching .
এরপর লিখুন, 05 , সাইফুল ইসলাম , 17 , Excellent , Mobile .
তারপর o6 , Mithu , 33 , Excellent , Tutorial লিখুন।
এবার লিখুন , 07 , আমিনুল , 35 , Excellent , Soft & Tricks .
 



***তারপর Cross বাটন এ ক্লিক করুন। ভয় পাবেন না আপনার কোন ডাটা হারিয়ে যায়নি, সব Automatically সেভ হয়ে গেছে।




***আপনি এতক্ষন যা লিখলেন তা Techtunes1 লেখা আইকন এ সেভ হয়ে গেছে।





1 comments:

  1. পরবর্তি টউটোরিয়াল গুলা কোথায়??

    ReplyDelete