Microsoft Access - Part-1 (Chart তৈরী )



             মাইক্রোসফট অ্যাক্সেস এর কাজ হল যেমন ধরেন আপনি একটা স্কুল চাকরি করেন।সেখানে আপনার একটা চার্ট বানাতে হবে,যেখানে একটা ক্লাস এর সবার নাম থাকবে, অবস্থান , বাসার Address থাকবে। এখানে আপনার Microsoft Access কাজে লাগবে।এছাড়া অফিস, ব্যাংক,নানা প্রতিস্থানে এটা কাজে লাগবে।


আসুন শুরু করে দেই।




***প্রথমে Microsoft Access ওপেন করুন।
 







***এরপর File>New তে ক্লিক করুন।







***তারপর Blank Database ক্লিক করুন।








***তারপর File Name লিখুন এরপর Create ক্লিক করুন।








***এবার Tables একবার ক্লিক করে New তে ক্লিক করুন।








***তারপর Design View তে ক্লিক করে Ok ক্লিক করুন।








***দেখুন একটি চার্ট এসেছে। এবার চার্ট এ Field Name এর নিচের ঘরে Serial লিখে একবার Tab বাটনটি চাপুন। তারপর নিচের দিকে Arrow তে ক্লিক করে Text সিলেক্ট করুন। আরেকবার Tab চাপুন। দেখবেন মাউস এর কার্সর Description এর ঘরে যাবে।কিছু না লিখে আবার Tab চাপুন।দেখবেন মাউস প্রথম ঘরে এসেছে।
 







***তারপর আগের মত Field এর ঘরে Name লিখে Data Type এ  Text সিলেক্ট করুন।তারপর Description ফাঁকা রাখুন।এরপর Field গিয়ে Position লিখে Data Type এ  Number সিলেক্ট করুন।








***তারপর আবার Field এ Quality লিখে Text সিলেক্ট করুন।এরপর Favourite লিখে Text সিলেক্ট করুন।







***এবার Serial লেখা ঘরে মাউস দিয়ে একবার ক্লিক করুন।








***তারপর Primary Key বাটন একবার ক্লিক করুন।







***তারপর File>Save ক্লিক করুন।








***এবার Techtunes1 লিখে Save ক্লিক করুন।








***এখন Close বাটন ক্লিক করুন।







***দেখুন Techtunes1 নামে একটি Icon তৈরি হয়ে গেছে।আমাদের পরের কাজ এখান থেকে শুরু হবে।











0 comments:

Post a Comment