দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ৩

আসা করি আমার সাথে নিয়মিত আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনার উইন্ডোজ ৭ এর ভিসুয়াল এফেক্ট গুলো আরো কমিয়ে আনতে পারি এবং সেই সাথে কম্পিউটার আরো দ্রুত গতি সম্পন্য করা যাবে। ভেবে দেখুন সাধারণত কম্পিউটার এর মাঝে অনেক অপ্রয়োজনীয় ইফেক্ট থাকে যেমন মেনু গুলো একটু ফেড হয়ে খোলা, অথবা ফাইল বা ফোল্ডার এর নিচে এক্সট্রা সেহডো ব্যবহার হচ্ছে যার ফলে পিসি অনেক স্লো হয়ে যাচ্ছে তাহলে চলুন আজকে এসব অপ্রয়োজনীয় ইফেক্ট গুলো বন্ধ করে নিজের পিসিকে আরো ফাস্ট করে নেই।

Optimize Windows 7 300x233 দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ৩
দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7
১। Control Panel ওপেন করুন এবং System icon এ ক্লিক করুন।
A) বাম পাশে দেখুন Advanced System settings লিংক সেখানে ক্লিক করুন।
System দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ৩
B) এবার Advanced tab এবং Performance থেকে Settings ক্লিক করুন।
System Properties দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ৩
২. এবার Visual Effects এর মাঝে দেখুন সমস্ত ইফেক্ট এখনে লিস্ট করা আছে।
৩.  এবার Adjust for best aperformance সিলেক্ট করুন তাহলে সমস্ত ইফেক্ট বন্ধ হয়ে যাবে এবং সব থেকে বেস্ট স্পীড পাবেন এটি নির্বাচন করলে তবে উইন্ডোজ দেখতে হয়ত সাদামাটা হয়ে যাবে। আপনার কম্পিউটার যদি অনেক পুরনো হয়ে থাকে এবং যদি সব থেকে ভালো স্পীড চান তাহলে এটি নির্বাচন করুন নয়ত পরের পয়েন্ট দেখুন আমার।
৪.  অথবা Let Windows choose what’s best for my computer
NOTE: এটা মাঝারি টাইপের স্পীড বৃদ্ধি করবে কম্পিউটার এর মাঝে। উইন্ডোজ নিযে চিন্তা করে কিছু রাখবে এবং কিছু বন্ধ করে দিবে।
Windows2 দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ৩
৫. আপনি যদি ইচ্ছে মত করতে চান তাহলে নিচের জিনিস গুলো শুধু বাতিল করে দিন মানে টিক মার্ক তুলে দিন তাহলে উইন্ডোজ দেখতে সুন্দর হবে এবং কম্পিউটার আগের থেকে দ্রুত গতির হবে।
Visual Effects 2 দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ৩
  •         Animate windows when minimizing and maximizing
  •         Animations in the taskbar and Start Menu
  •         Enable transparent glass
  •         Fade or slide menus into view
  •         Fade or slide ToolTips into view
  •         Fade out menu items after clicking
  •         Show shadows under windows
  •         Slide open combo boxes
৬. পছন্দ মত হয়ে গেলে Apply এবং OK. দিয়ে বের হয়ে আসুন।


                        

0 comments:

Post a Comment