দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ১ (ক)

আজকের পর্বে আমরা দেখে নিব কিভাবে Windows 7 Transparency বন্ধ করে কম্পিউটার কে আরো দ্রুত গতির করে নিব। সেই আমি দেখিয়ে দিব কিভাবে এটি আবার খুলতে হবে সুতরাং ভয়ের কিছু নেই। আরেকটি কথা সেটি হচ্ছে আমি এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ বেসিক লেভেল থেকে শুরু করছি তাহলে যারা নতুন এবং কম্পিউটার ব্যবহার এর ক্ষেত্রে কিছুটা দুর্বল তারাও সহজে বুঝতে পারবে তবে আসতে আসতে আমি আডভান্স লেভের দিকে যাব। ধন্যবাদ।
1. ডেস্কটপ এ মাউস নিয়ে রাইট ক্লিক করে Personalize ক্লিক করুণ।
2. এবার Window Color এ ক্লিক করুণ।
3. To Enable Transparency
A) এবার Enable transparency টিক মার্ক দিন।
B) এখন আপনার Color intensity ঠিক ঠাক করে নিন।
  • Slide LEFT = transparent বৃদ্ধি
  • Slide RIGHT = transparent হ্রাস
C) পয়েন্ট 5 দেখুন।
4. To Disable Transparency
A) তাহলে Enable transparency থেকে মার্ক সরিয়ে দিন।
5. এবার Save changes দিয়ে বেরিয়ে আসুন।
Color and Appearance 1 দ্রুত গতির কম্পিউটার তৈরি   Optimize Windows 7 পর্ব ১ (ক)
দ্রুত গতির কম্পিউটার,Optimize Windows 7, উইন্ডোজ ৭, কম্পিউটার টিপস
দ্বিতীয় অপশন (কাজ একি কিন্তু আরেকটি পদ্ধতি)

1. এবার Visual Effects খুলুন
2. To Enable Transparency
A) দেখুন নিচের লিস্ট এর মাঝে Enable transparent glass লিখা আছে সেটির টিক মার্ক তুলে দিন।
Performance Options দ্রুত গতির কম্পিউটার তৈরি   Optimize Windows 7 পর্ব ১ (ক)
দ্রুত গতির কম্পিউটার,Optimize Windows 7, উইন্ডোজ ৭, কম্পিউটার টিপস
B) এবার পয়েন্ট 4 দেখুন।
3. To Disable Transparency
A) Enable transparent glass লিখাটি মার্ক করে দিন।
আজকে আমরা যা করেছি এতে করে দেখুন কিছুটা হলেই কম্পিউটার এর গতি বেড়েছে। বেসিক লেভেল থেকে শুরু করেছি তাই ভেবে বসবেন না সবগুলো টিপস এরকম হবে নতুনদের জন্য। আমি জানি প্রথম কয়েকটা পর্ব হয় অনেকের জানা থাকতে পারে। তবে প্রতি পর্বে একবার করে চোখ রাখুন নিরাশ হবেন না। বাই।



>>> দ্রুত গতির কম্পিউটার তৈরি – Optimize Windows 7 পর্ব ২ (খ)>>>

0 comments:

Post a Comment