Microsoft office word part-2 (Drop Cap)

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমরা Drop Cap এর কাজ শিখব।
***প্রথমে MS Word খুলুন।দেখবেন, নিচের মত একটি Window আসবে।




***তারপর যেকোন বিষয়ে একটি Paragraph লিখুন।




***এরপর প্রথম Word টুকু সিলেক্ট করুন।



***এবার Format > Drop Cap সিলেক্ট করুন।




***মাঝখানের স্টাইলটুকু সিলেক্ট করে Ok ক্লিক করুন।




***দেখেছেন প্রথম Word টুকু বড় দেখাচ্ছে। আমরা পেপার এ সাধারনত এমনটি দেখি।




***এবার প্রথম Word টুকু আবার সিলেক্ট করে এবার Last Style এ ক্লিক করে Ok ক্লিক করুন।




***এবার দেখুন।




***যদি এই স্টাইল টি বাদ দিয়ে আবার আগের মত করতে চান, তবে প্রথম Word টুকু আবার সিলেক্ট করে প্রথম স্টাইল এ ক্লিক করে Ok ক্লিক করুন।


***দেখুন আগের মত হয়ে গেছে।






                                                 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

0 comments:

Post a Comment