Microsoft office word part-13 (Table:Part-5:একটি Cell কে Split বা বিভিন্ন Row এবং Column এ ভাগ করা )


একটি Cell কে কয়েকটি Cell এ ভাগ করা যায় বা Split করা।

***প্রথমে MS Word ওপেন করুন।




***তারপর আগের নিয়ম অনুসারে একটি টেবিল বানান।




***তারপর ড্রাগ করে টেবিলটি বড় করুন।




***এবার টুলবার থেকে Table এ ক্লিক করে নিচের দিকে Arrow তে ক্লিক করুন।




***এরপর Split cells এ ক্লিক করুন।




***তারপর Column এর ঘরে 5 এবং Row এর ঘরে 3 লিখুন।এরপর Ok ক্লিক করুন।




***দেখুন সেলটিতে 5টি Column এবং 3টি Row তৈরী হয়েছে।




                                         এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

0 comments:

Post a Comment