আপনার প্রয়োজনীয় ওয়েব এড্রেস গুলো পৃথিবীর যেকোন জায়গা থেকে ব্যবহার করুন…

আমরা যখন ব্যাউজ করি দেখা যায় একটা প্রয়োজনীয় ওয়েব সাইটে প্রবেশ করার পর এড্রেস ভুলে যাই বা একসাথে অনেক গুল ওয়েব এড্রেস মনে রাখা সম্ভব হয়না, যার কারনে প্রয়োজনীয় ওয়েব সাইটের এড্রেস গুলো সহজে পাওয়ার জন্য ব্যাউজারের Bookmarks হিসাবে save করে রাখি , যাতে প্রয়োজনীয় ওয়েব সাইট ওপেন করতে সহজ হয়।
কিন্তু যখন নিজের পিসিতে ব্যবহার করি না , মানে সাইবার ক্যাফে বা অন্য পিসিতে তখনত এইসব প্রয়োজনীয় ওয়েব
এড্রেস সেভ করা থাকে না । আমি অনেক বার এই সমস্যায় পরেছি , দেখা গেছে এক ঘন্টা শুধু ওয়েব সাইট খুজতে সময় নস্ট হয়েছে ।
আমি Mozilla Firefox এর একটা সমাধান পেয়েছি , Microsoft Internet Explorer এ পাইনি( Mozilla  ছাড়া অন্য ব্যাউজার ব্যবহার করিনা ) যা আপনাদের সাথে শেয়ার করছি।
Mozilla Firefox এ Bookmarks> Organize Bookmarks… ওপেন করলে Library পাবেন, আর এখানে দেখতে পারবেন আপনার সেভ করা সব ওয়েব এড্রেস । তারপর
img 3
Import and Backup> backup এখন backup file সেভ করুন, যা তারিখ হিসাবে আপনার computer এ সেভ হবে, ব্যাস এখন backup file  টি আপনার মেইল এডরেসে সেভ  করে রাখুন এবং প্রয়োজন মত মেইন থেকে ডাউন লোড করে
b1
Mozilla Firefox ওপেন করে Choose File > ডাউন লোড করা backup file টি open করুন, আর এখন দেখুন একে বারে আপনার বাসার পিসি।
আপনি pen drive এ save করতে পারেন , আর সাইজে 20-25 KB হবে।

0 comments:

Post a Comment