গুগলের ক্রোম নিয়ে আসুন মজিলা ফায়ারফক্সে

কি ভাই সমস্যায় আছেন ? সমস্যাটা যদি হয় এমন - - যে গুগলকে ভালো লাগে আগে থেকেই মাঝখানে মজিলা ফায়ার ফক্সও মন কেড়েছে কিন্তু পরে আবার মন বলছে গুগল ক্রোম ব্রাউজারের ইন্টারফেসটা জোস। কোন সমস্যা নাই। ব্রাউজ করবেন ফায়ার ফক্সে কিন্তু মনে হবে ক্রোম।

chromifox.png
আর সার্চ তো করবেন গুগললেই। তো একটু কষ্ট করতে হবে। এই এ্যাড-ওনস টা মজিলা ফায়ার ফক্সে ইন্সষ্টল করেন আর দেখুন গুগলের ক্রোম এসে গেছ মজিলা ফায়ারফক্সে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8782

0 comments:

Post a Comment