সাইবার সার্চ – মজিলা ফায়ারফক্সের আরেকটি ফাটাফাটি এ্যাডঅন

সাইবার সার্চ কি?

 সাইবার সার্চ একটি এ্যাডঅন। এর মাধ্যমে মজিলা ফায়ারফক্সের এ্যাড্রেসবার থেকেই গুগলের বিভিন্ন সার্চ চালানো যাবে। এ্যাড্রেসবারে আপনার টাইপিং ওয়ার্ড সরাসরি গুগলে কোয়েরি করার জন্যে সেন্ড করে দেয় এবং এ্যাগাইনস্টে সার্চ রেজাল্ট নরমালি দেখানো হয়ে থাকে। তবে এই এক্সটেনশনকে আরো পাওয়ারফুলি ব্যবহার করতে চাইলে এর রয়েছে একটি ফুল কাষ্টমাইজড্ সুপারচার্যড বিল্টইন ফায়ারফক্স কিওয়ার্ড।

আসুন এবার তাহলে দেখে নেয়া যাক এই এ্যাডঅনের ফিচারগুলো -

cybersearch-appearance.png

মাল্টিপল গুগল সার্ভিস সাপোর্ট

আপনি এ্যাড্রেসবার থেকে খুব সহজেই গুগলের : ওয়েব, লোকাল, ভিডিও, ব্লগ, নিউজ, বুকস, ইমেজেস এবং পেটেন্টস এ সার্চ চালাতে পারবে।

কাষ্টমাইজেবল কীওয়ার্ডস

cybersearch-general-1.png
আপনি যে সমস্ত কি ওয়ার্ড মনে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ঠিক সেই সমস্ত কি ওয়ার্ড বেছে নিতে পারবেন! গুগল ওয়েব সার্চের জন্যে আপনি চাইলে একটি কিওয়ার্ড বেছে নিতে পারবেন, গুগল নিউজ সার্চের জন্যে আরেকটি ..... সম্ভাবনা অসীম।

সার্চিং এ যে কোন সাইটকে ব্লক করে দেয়া

ধরুন আপনি গুগলে সার্চ চালাবেন অথচ একটি সাইটকে রেজাল্ট দেখতে চাইছেন না, অথবা আপনি চান না আপনার পিসি থেকে সার্চ দিয়ে কেউ সেই সাইট খুজে পাক, সে ক্ষেত্রে আপনি চাইলে আগে থেকেই সাইট নকআউট করে দিতে পারেন এই সিম্পল এ্যাডঅনটি ব্যবহার করে।

স্মার্ট কিওয়ার্ডস

cybersearch-keyword-1031.png
সাইবারসার্চ অটোমেটিক্যালি একটি ইউআরএল কে কিওয়ার্ডে চেজ্ঞ করে নিতে পারে। এবং এই ট্রিক এর সাহায্যে আপনি সহজেই কোন সাইটকে ট্র্যাক করে নিতে পারবেন।

ওয়েবসাইট আইকন

আপনি আপনার সার্চিং এর জন্যে আলাদা আলদা আইকন সেটআপ করে নিতে পারবেন। এতে আপনার মনে রাখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং চাইলে মন মত পরে এডিটিং ও করে নিতে পারবেন।

ইমেজ প্রিভিউ

ইমেজ সার্চিং এর (গুগল ইমেজ) ক্ষেত্রে নেক্সটে আপনার জন্যে কি কি ছবি (সকল রেজুলিউশনের) আছে তার থাম্বনেইল ভিউ দেখা সম্ভব।

রিট্রাইভ মাল্টিপল পেজ

এতে ডিফাইন করা আছে একটি সহজ এবং ডিসটিংগুইশেবল কিওয়ার্ড যার সাহায্যে আপনি মাল্টিপল পেজ রেজাল্ট রিট্রাইভ করতে পারবেন।
এ্যাডঅনটি ডাউনলোড করতে চাইলে এইখানে টোকা দিয়ে ইন্সটল করে নিন।

0 comments:

Post a Comment