এখন আর মিডিয়াফায়ার এ ফাইল আপলোড করে শেয়ার করতে হবে না। নিজের পিসি থেকেই ফাইল শেয়ার করুন।

হয়তো অনেকই এটা জানেন। যারা যানে না তাদের জন্য।
আমরা অনেকেই ফাইল শেয়ার করার জন্য  মিডিয়াফায়ার বা অন্যান্য শেয়ারিং সাইত ব্যাবহার করে থাকি। আমি আজ আপনাদের এমন একটা সফটওয়্যার এর খবর দিব যেটা দিয়ে আপনি নিজের পিসি থেকেই সবার সাথে ফাইল শেয়ার
করতে পারবেন। সফটওয়্যার তা চালু করলেই আপনি নিজেই বুজতে পারবেন।
প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি download করে নিন।
Download হলে, সফটওয়্যার টি ইন্সটল করে নিন।
যাদের অ্যাকাউন্ট আছে তারা I alredy have a dropbox account, আর যাদের নেই তারা I don’t have dropbox account সিলেক্ট করুন।
যাদের আছে তাদের তো র কিছু বলতে হবে না, যাদের নেই তারা next এ ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন।
২গিবি হল ফ্রি, আপনি ২গিবি সিলেক্ট করুন।
ব্যাস কাজ হয়ে গেলো। এখন আপনার dropbox এর publick  ফোল্ডার এ যে ফাইল শেয়ার করতে চান তা কপি করে আনে পেস্ট করে দিন।
ফাইল টির উপর সবুজ টিক চিনহ না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
যে ফাইল টি শেয়ার করবেন তার উপর রাইট বাটন ক্লিক করে dropbox থেকে copy publick link এ ক্লিক করে যার সাথে শেয়ার করবেন তাকে তা পেস্ট করে দিন।
এটা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক, ক্লিক করলেই download. তার জন্য আপনার পিসি অন অথবা অফ থাকলেও কোন সমস্যা হবে না।
এখানে আপনি ফ্রি ২গিবি ফাইল upload করতে পারবেন।

0 comments:

Post a Comment