প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

প্রযুক্তি আলাপন

আগামীর পথে, প্রযুক্তির সাথে

ফ্রিল্যান্স রাইটারদের জন্য সেরা ব্লগগুলো

ফ্রিল্যান্সিং এখন কতটা জনপ্রিয় সেটি বলার অপেক্ষা রাখে না। আর এই পেশায় জড়িতদের বিশ্বের বাঘা বাঘা ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতায় কাজ করে যেতে হয়। একারণে ফ্রিল্যান্সারদের সংশ্লিষ্ঠ কাজে সবসময়ই দক্ষতা উন্নয়নে সচেষ্ঠ থাকতে হয়। এজন্য দক্ষ ফ্রিল্যান্সারদের পরামর্শ, আইডিয়া প্রয়োজন পড়ে।

যারা ফ্রিল্যান্স ব্লগার বা আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছেন তাদেরও এ বিষয়ে নানা তথ্যের প্রয়োজন হয়। আর তথ্য পাওয়ার জন্য রয়েছে অনেক ওয়েবসাইট। এখানে ব্লগার ও ফ্রিল্যান্স রাইটারদের জন্য সেরা ২০ ব্লগ সম্পর্কে জানানো হলো। এই পেশায় জড়িত থাকলে প্রতিদিনই ব্লগগুলোতে ঢু মারতে পারেন।

১. প্রোব্লগার (http://problogger.com/)

প্রোব্লগার ব্লগিং জগতে একটি পরিচিত নাম। ড্যারেন রাউস নামের একজন এটি পরিচালনা করেন। ব্লগের মাধ্যেম কিভাবে আয় করা যায়, লেখালেখির কৌশল ইত্যাদি নানা বিষয় তুলে ধরেন তিনি।

২. কপিব্লগার (http://copyblogger.com/)

ব্লগিং কিংবা আর্টিকেল রাইটার কপিব্লগের নাম শোনের নাই এমনটি শোনালে বিষ্ময় মনে হতে পারে। ব্রিয়ান ক্লার্ক নামে একজন এটি পরিচালনা করেন। আপনি যদি একজন ভালো রাইটার হতে চান তাহলে তার কোনো পোস্টই পড়া বাদ দেওয়া ঠিক হবে না।

৩. ফ্রিল্যান্স ফোল্ডার (http://freelancefolder.com/)

ফ্রিল্যান্স রাইটারদের জন্য উৎসাহমূলক একটি ওয়েবসাইট এটি। ফ্রিল্যান্সিং জগতের নানা কৌশল, দক্ষতা উন্নয়ন বিষয়ক লেখা এখানে নিয়মিত প্রকাশ হয়। তাই ব্লগটি ফ্রিল্যান্সারদের অবশ্যই নিয়মিত দেখা উচিত।

৪. জেন হ্যাবিটস (http://zenhabits.net) ও রাইট টু জোন (http://writetodone.com)

লিও বাবাউটা নামে একজন দক্ষ রাইটার ও ব্লগার এই ব্লগ দুটি পরিচালনা করেন। বিভিন্ন স্টাইলে লেখার বিষয়ে তিনি ফ্রিল্যান্সারদের নানা পরামর্শমূলক লেখা লিখে থাকেন।

৫. ফ্রিল্যান্স সুইচ (http://freelanceswitch.com/)

স্কেলি নামের একজন ব্লগার এটি পরিচালনা করেন। এছাড়া অনেক দক্ষ ফ্রিল্যান্সাররা এই সাইটে লিখে থাকেন। ফ্রিল্যান্সার এবং ইন্টারনেট ব্যবহারকারীদের নানা পরামর্শও থাকে। এখানকার প্রতিটি লেখা ফ্রিল্যান্সারদের কাজে আসবে।

আরও কিছু ব্লগ

৬. ডাম্ব লিটল ম্যান (http://dumblittleman.com/)

৭. দশদশ (http://doshdosh.com/)

৮. সেথ গোডিন (http://www.sethgodin.com/sg/)

৯. ৪৩ ফোল্ডারস (http://www.43folders.com/)

১০. মেন উইথ পেনস (http://menwithpens.ca/)

১১. পারসোনাফাইড (http://www.pearsonified.com/)

১২. ডেইল ব্লগ টিপস (http://dailyblogtips.com/)

১৩. লাইফ হ্যাকার (http://lifehacker.com/)

১৪. এন্টারপ্রেওনার জার্নি (http://www.entrepreneurs-journey.com/)

১৫. ক্রিস গ্যারেট (http://www.chrisg.com/)

১৬. দ্য সিম্পল ডলার (http://thesimpledollar.com/)

১৭. স্টিভ প্যাভলিনা (http://www.stevepavlina.com/)

১৮. লাইফ হ্যাক (http://lifehack.org/)

১৯. ক্রিস ব্রোগান (http://www.chrisbrogan.com/)

২০. শাউটমিলাউড (http://shoutmeloud.com)